শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে অভিনয় করেননি কঙ্গনা রানাউত। একাধিকবার সুযোগ এলেও ফিরিয়ে দিয়েছেন তিনি। এদের মধ্যে সালমান খানের সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব কঙ্গনার। কিন্তু তার সঙ্গেও কোনও ছবিতে জুটি বাঁধেননি তিনি। তার কারণ নিজেই সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।

বহু ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছে কঙ্গনার কাছে। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকে এক পর্দায় দেখা যায়নি। ভবিষ্যতে কি ‘ভাল বন্ধু’ সালমানের সঙ্গে এক ছবিতে কঙ্গনাকে দেখা যাবে? অভিনেত্রী বলেন, “সালমান আমার ভাল বন্ধু। একসঙ্গে কাজ করার বহু সুযোগ আমরা পেয়েছি। কিন্তু কোনও ভাবেই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।”

এর আগে এক সাক্ষাৎকারে সালমান সম্পর্কে কঙ্গনা বলেছিলেন, “সালমানজির অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ ওকে কত ভালবাসে। আমি মনে করি, দেশে ওর অনুরাগীই সবচেয়ে বেশি। যারা ওকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন। যারা অপছন্দ করেন, তাদের ওকে কখনওই ভাল লাগবে না। ওকে যারা প্রতিযোগী মনে করেন, সলমন তাদের কাছে কাঁটা হবেনই।”

কিছু দিন আগেই কঙ্গনা জানিয়েছেন তিন খানের সঙ্গেই তার সুসম্পর্ক। ভবিষ্যতে শাহরুখ, সালমান ও আমিরের ছবির পরিচালক হতেও তিনি ইচ্ছুক বলে জানান। কঙ্গনা বলেছেন, “আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি বলিউডের তিন খানকে কোনও ছবিতে পরিচালনা করতে চাই কি না! কেন করব না? ভাল চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। আমি মনে করি, ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালই লাগবে।”



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews