আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একমত যে কালোটাকাকে সাদা না করলে কালো বা ছায়া অর্থনীতিকে মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করা যাবে না। তবে এটাও বুঝতে হবে, কেন আমাদের মতো দেশে কালো বা ছায়া অর্থনীতি দিন দিন এত বড় হচ্ছে? কালোটাকাকে এভাবে সাদা করার প্রক্রিয়া কত দিন থাকা উচিত? এতে কী লাভ কিংবা কবে আমাদের এই প্রক্রিয়ায় সম্পূর্ণ লাগাম টানতে হবে?
আমাদের আরও জানতে হবে, ছায়া বা কালো অর্থনীতির মূল কুশীলবেরা কেন অপেক্ষাকৃত কম কর দিয়েও তাঁদের লুকিয়ে রাখা আয় বা সম্পদ সামনে আনছেন না বা মূলধারায় সম্পৃক্ত হতে উৎসাহিত বোধ করছেন না। যদিও কালো আর ছায়া অর্থনীতির মধ্যে কিছুটা ফারাক আছে, তবু আমরা বিভিন্ন দেশি সমীক্ষা বা বিদেশি গবেষণায় জানতে পেরেছি, বাংলাদেশে ছায়া বা শ্যাডো অর্থনীতির আকার মূল বা সাদা অর্থনীতির ৩০ থেকে ৮৫ শতাংশ।