বিশ্বের সেরা ফুটবল লিগ কোনটা? এই প্রশ্নের উত্তর বছর বছর কিছু সংবাদ মাধ্যম ও র্যাঙ্কিং, পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান দিয়ে থাকে। বৈশ্বিক র্যাঙ্কিং করে থাকে অপ্টা, গ্লোবাল ফুটবল র্যাঙ্কিং নামক প্রতিষ্ঠান। এছাড়া উয়েফা ইউরোপের লিগগুলোর র্যাঙ্কিং করে থাকে।
এবার ওই অপ্টা ২০২৪ সালের সেরা দশ ফুটবল লিগের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে অনুমিতভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ শীর্ষে আছে। তবে চমক হলো বেলজিয়াম, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) র্যাঙ্কিং।
মেসি-সুয়ারেজের যুক্তরাষ্ট্রের লিগ সেরা দশে জায়গা পেয়েছে। অথচ নেদারল্যান্ডসের লিগ ইরিডিভাইস নেই সেরা দশে। অপ্টার র্যাঙ্কিং অনুযায়ী, প্রিমিয়ার লিগের পরে আছে স্প্যানিশ লা লিগা। তিনে আছে ইতালির সিরি আ’। চারে জায়গা পেয়েছে জার্মানির বুন্দেসলিগা। পাঁচে রাখা হয়েছে ফ্রান্সের লিগ ওয়ানকে।
অন্যান্য র্যাঙ্কিংয়ে এই পাঁচ ক্লাবের অবস্থান একটু এদিন-ওদিক হলেও সেরা পাঁচে রাখা হয়েছে। অপ্টার মতে, র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছে বেলজিয়ামের প্রো লিগ। যদিও সেখানকার শীর্ষ ক্লাব আন্ডারলেখট, গেঙ্ক, ক্লাব ব্রুজও তত পরিচিত নয়। সাতে রাখা হয়েছে পর্তুগালের প্রিমেইরা লিগকে।
আটে জায়গা পেয়েছে ডেনিশ সুপারলিগান। নয়ে ব্রাজিলিয়ান সিরি আ’ এবং দশে মেজর লিগ সকারকে রাখা হয়েছে। অপ্টা এই র্যাঙ্কিং আপডেট করেছে ২৭ মার্চ। অন্যদিকে গ্লোবাল ফুটবল র্যাঙ্কিংয়ের হিসাবে প্রিমিয়ার লিগ শীর্ষে থাকলেও দুইয়ে আছে জার্মান বুন্দেসলিগা। ইতালির সিরি আ’ চারে। ডাচ লিগ আছে ছয়ে। ব্রাজিলের সিরি আ’ আটে এবং পর্তুগালের লিগ আছে নয়ে। যুক্তরাষ্ট্রের মেজর লিগকে রাখা হয়েছে ১৬ নম্বরে। সেরা ৩০ এ নেই রোনালদোদের সৌদি প্রো লিগ। এই র্যাঙ্কিং প্রতিদিনই আপডেট করা হয়।