বড়লোকের অহংকারী মেয়ে

অভিনয় ক্যারিয়ারের নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন  মডেল অভিনেত্রী সৌমন্তি সৌমি। এবার তাকে দেখা যাবে স্বৈরাচারী বউয়ের ভূমিকায়। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘স্বৈরাচারী বউ’ নাটকের অভিনয় করেছেন তিনি। এতে তাঁর বীপরীতে রয়েছেন জাহের আলভী। সম্প্রতি উত্তরার এ নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে। 

সৌমি বলেন, ‘দর্শক এ সময়ের যে ধরনে নাটক দেখতে চান-এটি তেমনই। একটি সাধারণ গল্প অসাধারণভাবে তুলে ধরতে চেষ্টা করেছেন নির্মাতা জিয়াউদ্দিন আলাম। এখানে আমি অভিনয় করেছি বড়লোকের অহংকারী মেয়ের চরিত্রে। কমেডি গল্পের নাটকটিতে আনন্দের পাশপাশি বক্তব্যও রয়েছে। আশা করছি,আমার অভিনীত স্বৈরাচারী বউ জেরিন খান চরিত্রটি দর্শকে ভালো লাগবে’। 

এ নাটকটি ছাড়াও সৌমি অভিনীত ‘ওরা ১১’ নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে। এ নাটকেও তাঁর বীপরীতে অভিনয় করেছেন জাহের আলভী । মশিউর রহমানের রচনায়  নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। 

‘অস্তিত্ব’  সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষক হয় সৌমির। পরে ‘বয়ফ্রেন্ড’ সিনেমায় অভিনয় করেন তিনি। সর্বশেষ ‘মেঘনাকন্যা’ নামে একটি নারীকেন্দ্রিক সিনেমায় তাকে দেখা গেছে। এরপর বেশ কিছু সিনেমায় নাম লেখালেও তা শেষ পর্যন্ত করেননি সৌমি।  সৌমি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালা গল্প ও চরিত্রে অভিনয় করেতে চেয়েছি। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। সবাই সুপার ষ্টারের সঙ্গে অভিনয় করতে মুখিয়ে থাকে আমি সে দলে নই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’

সৌমির এখন টার্গেট ওটিটি। এরই মধ্যে বঙ্গবিডি ‘গার্লসস্কোয়াড’ সিজন থ্রিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আগামী দিনে ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান তিনি। সৌমি বলেন, বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাচ্ছি না। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews