পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতা। তবে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ভারত। রোববার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দেয়নি স্বাগতিকেরা, হেসে-খেলেই নিশ্চিত করেছে জয়।
রোববার টস হেরে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা করে ১১৭ রান, যা ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর। এই রান তাড়া করতে নেমে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় পায় ভারত।
দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ইনিংসের শেষ বলে। বলতে গেলে ব্যাট হাতে একাই লড়াই করেন অধিনায়ক এইডেন মার্করাম। আর্শদীপ সিংয়ের ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৬ বলে ৬ চার ও ২ ছয়ে করেন ৬১ রান।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন ডনোভান ফেরেইরা। আর পেসার এনরিখ নরকিয়ার ব্যাট থেকে আসে ১২ রান। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
বল হাতে আর্শদীপ ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। ২টি করে উইকেট নেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবও। ১টি করে উইকেট হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবের।
১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমেও আগ্রাসন ধরে রাখেম অভিষেক শর্মা। মারকুটে ব্যাটিংয়ে ৩টি করে চার ও ছয় মেরে মাত্র ১৮ বলেই ৩৫ রান করেন তিনি। ফলে পাওয়ার প্লেতে তার উইকেট হারালেও রান আসে ৬৮/১।
লক্ষ্যের অর্ধেকের বেশি রান ৬ ওভারে করে ফেলার পর শুভমান গিল, তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবরা আর চাপ নেননি। দেখে-শুনে পাড়ি দেন বাকি পথ। তিলক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৩৪ বলে ২৬ রান করে।
এছাড়া ২৮ বলে ২৮ রান করে আউট হয়েছেন গিল। সূর্যকুমার যাদব ১১ বলে করেছেন ১২ রান। আর ম্যাচ শেষে ৪ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন শিবম দুবে। ১৫.৫ ওভারে নিশ্চিত হয় জয়।