দেশের কল্যাণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে শাকিব খানের অথেনটিক কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান 'রিমার্ক হারল্যান'। প্রতিষ্ঠানটি বন্যা পরবর্তীতে কয়েক হাজার বানভাসি মানুষকে ত্রাণ সহায়তা দিল।
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল। বন্যা পরবর্তী রোগবালাই ও ভারি খাবারের সংকট বিরাজমান। এমন বানভাসি কয়েক হাজার মানুষদের বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা দিল প্রতিষ্টানটি।
গেল মাসে দেশের কয়েকটি জেলায় বন্যা আঘাত হানে। তখন এফডিসির শিল্পী সমিতির তহবিলসহ একাধিক সংগঠনের ফান্ডে অর্থ দিয়ে পাশে ছিল শাকিব খানের প্রতিষ্ঠানটি। সোমবার (৯ সেপ্টেম্বর) শাকিবের এই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম চাঁদপুর গিয়ে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন।