ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর বড় ছেলে ও সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম রাষ্ট্রীয় সম্পত্তি থেকে মুনাফা করছেন। রাজপরিবারের সদস্য হিসেবে কর দিতে হচ্ছে না তাঁদের। এক অনুসন্ধানে বিষয়টি উঠে আসার পর এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ রাজপরিবার। অভিযোগ ওঠার পরে রাজপরিবারের বিষয়ে স্বচ্ছতা ও রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে সংস্কারের দাবি উঠেছে।
অনুসন্ধানে উঠে এসেছে, শতাব্দীপ্রাচীন দুই প্রাসাদ ডাচি অব ল্যানচেস্টার ও ডাচি অব কর্নওয়াল ভাড়া দিয়ে মুনাফা করছেন রাজা তৃতীয় চার্লস ও প্রিন্স উইলিয়াম। দাতব্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তি এসব প্রাসাদ ভাড়া নিয়ে বিপুল অর্থ দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তা পরিবেশগত মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়ছে। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ছাড়াও অর্থসংকটে থাকা মন্ত্রণালয়গুলোর সঙ্গে লোভনীয় চুক্তি করে সেই অর্থ নিয়েছেন রাজা ও তাঁর ছেলে।