যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়া থেকে বাঁচতে আরও কিছু সময় পেল টিকটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, টিকটককে চীনা মালিকানা থেকে যুক্তরাষ্ট্রের মালিকানায় স্থানান্তরের জন্য অতিরিক্ত ৭৫ দিন সময় দেওয়া হয়েছে। 

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “আমরা চাই না টিকটক বন্ধ হয়ে যাক। চীন এবং টিকটকের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাই।” বর্তমানে চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানায় রয়েছে জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মটি।

কংগ্রেসে পাস হওয়া এক দ্বিদলীয় আইনের আওতায় বাইটড্যান্সকে ছয় মাসের মধ্যে টিকটকের নিয়ন্ত্রণমূলক অংশ বিক্রির নির্দেশ দেওয়া হয়েছিল। এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল শনিবার। তবে নতুন ঘোষণা অনুযায়ী, আরও সময় পেল টিকটক।

বাইটড্যান্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় রয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। কোম্পানির এক মুখপাত্র বলেন, “গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো বাকি আছে, এবং চুক্তিটি চীনা সরকারের অনুমোদন সাপেক্ষে হবে।”

ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তার জন্য চীনা মালিকানাধীন টিকটক হুমকি হতে পারে। তাদের মতে, চীন এই অ্যাপ ব্যবহার করে গুপ্তচরবৃত্তি ও প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। তবে সমালোচকদের মতে, টিকটক বন্ধ করা বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।

চুক্তি চূড়ান্ত করার বিষয়ে ট্রাম্প বলেন, “কাজ এখনো শেষ হয়নি। তবে অনুমোদন পেলে এটি সফলভাবে সম্পন্ন হবে।” তিনি আরও জানান, চারটি সম্ভাব্য ক্রেতা দলের সঙ্গে আলোচনা চলছে। যদিও গ্রুপগুলোর নাম প্রকাশ করেননি তিনি।

ট্রাম্প বলেন, “শুল্ক হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার এবং এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, চুক্তির মাধ্যমে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে আসবে এবং চীন পাল্টা শুল্ক কমাতে সম্মত হবে।

সূত্র: বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews