হবিগঞ্জ: শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে শহর ও গ্রামে ব্যাপক লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছে প্রায় ২৪ লাখ মানুষ।



গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তাপ বিদ্যুৎকেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সার্কিট ব্রেকার ও তিনটি ট্রান্সফরমারে।







রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও যন্ত্রাংশ মেরামতে সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিপিডিবির হবিগঞ্জ উপসহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বলেন, আংশিকভাবে ৩০ থেকে ৩৪ মেগাওয়াটের একটি ট্রান্সফরমার চালু করা সম্ভব হয়েছে। তবে জেলা শহরে দৈনিক ২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে।

তিনি জানান, জেলার ৯টি উপজেলার প্রায় ৫ লাখ গ্রাহকের জন্য প্রয়োজন ১২০ মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু সরবরাহ মিলছে মাত্র ২৫ মেগাওয়াট।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, বর্তমানে আমরা প্রয়োজনের মাত্র ২৫ শতাংশ বিদ্যুৎ পাচ্ছি। এক ঘণ্টা বিদ্যুৎ দিয়ে দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং চলছে। এতে ব্যবসা, শিল্প, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি হচ্ছে।

প্রকৌশলী চয়ন কান্তি সেন জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। শনিবার দুপুরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরএইচ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews