রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপির গুলশানস্থ চেয়ারপার্সনের অফিসে দলের পরবর্তী করণীয় ঠিক করতে লেবার পার্টির সাথে লিঁয়াজু বৈঠক করে বিএনপি।বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ দলের অন্য গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেন। 

বৈঠকেদলের ভবিষ্যৎ কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,ব্যবসা-বাণিজ্যের উপর ভ্যাটের প্রভাব,বর্তমান ভ্যাট সংক্রান্ত নীতিমালা এবং নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।

অন্তবর্তী সরকারের ভ্যাট আরোপের সিদ্ধান্তের সমালোচোনা করেন নজরুল ইসলাম খান।ভ্যাট আরোপের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ  করে তিনি বলেন-“যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয়,তেমন সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রিয় থাকতে পারেনা।অথচ আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই।”

তিনি অরো বলেন,“আমরা মনে করি,সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার। জনগণের যাতে দুর্ভোগ না বাড়ে,অথচ রাষ্ট্রের প্রয়োজনে যা অর্থ প্রয়োজন তা যেনো অর্জন হয়,এরকম কোনো পথ সরকারের নেয়া উচিত।”

এছাড়া, ব্যবসায়ীদের জন্য এই নতুন ভ্যাট কাঠামো নিয়ে নানা সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতে কী ধরনের উদ্যোগ নেয়া হতে পারে তাও আলোচনায় উঠে আসে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews