আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড পেল অ্যাবকা

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইকে (অ্যাবকা) ‘আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড’ দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শুক্রবার গুলশানের রেনেসাঁ হোটেলে চায়না দূতাবাসের আয়োজনে চায়নিজ কালচারাল নাইটে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অ্যাবকা সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, অ্যাবকার সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু কাওছার স্বপন, সাংস্কৃতিক সম্পাদক নুজহাত ফারহানা, সমাজসেবা সম্পাদক জান্নাতুন নাহার, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। 

চীনে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাবকা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি বাংলাদেশ -চীনের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews