বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মাঠে রয়েছে বলে জানিয়েছেন এর আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়। ফ্যাসিবাদবিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল, এই শক্তিগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে।’

বুধবার ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে ‌‘ঢাকা কলেজের অবদান’ শীর্ষক এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের আওয়ামী লীগের ফ্যাসিবাদের যুগ পার করতে হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু কখনো ভাবতে হয়নি আমাদের বাসায় পুলিশ যাবে।’

‘আমরা অধিকাংশ সময় দেখি দেশের কিছু টকশোজীবীরা আহাজারি করে বলেন, ‘চার মাসে আমরা কী পেলাম? দেশ রসাতলে গেছে, শোক কষ্ট তারা বর্ণনা করতে থাকে। কিন্তু গত ১৬ বছরে এ আহাজারি অন্যায়, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে টকশোতে প্রকাশ করতে দেখিনি। তরণ প্রজন্মের ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে। সেসব কলমের বিরুদ্ধে যারা ফ্যাসিবাদের সমর্থনে লিখে গেছে। ক্ষোভ রয়েছে সেসব বিচারপতির বিরুদ্ধে যারা কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লিখেছে,’ বলেন আবদুল্লাহ।
সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews