মশায় কামড়ানোর পর আক্রান্ত জায়গা ফুসকুড়ির মতো ফুলে ওঠে, চুলকায়। কিন্তু যখন মশা আমাদের শরীরে হুল ফোটায়, তখন কিছুই অনুভব করি না। মশা আরামসে রক্তপান করে। কিন্তু প্রথমেই কেন টের পাই না?

মশার মুখে থাকে খুবই তীক্ষ্ণ ও সরু একটি চোষক হুল। এটা ত্বকের ভেতর খুব সূক্ষ্মভাবে প্রবেশ করে। ফলে নার্ভ কোষ এটার অস্তিত্ব অনুভব করতে পারে না। তবে এটাই একমাত্র কারণ নয়।

মশা হুল ফোটানোর সময় আমাদের ত্বকে লালা নিঃসরণ করে। সেই লালায় থাকে অ্যান্টিকোয়াগুল্যান্ট নামের এক ধরনের রাসায়নিক পদার্থ। এটা রক্তের জমাট বাঁধা রোধ করে এবং আক্রান্ত স্থানের নার্ভকোষগুলোকে সাময়িকভাবে অবশ করে দেয়।  ফলে মশার কামড়ের সঙ্গে সঙ্গে কোনো ব্যথা বা অস্বস্তি টের পাই না। 

মশার কামড়ের কিছুক্ষণ পরই আমরা চুলকানি অনুভব করি। কারণ ততক্ষণে মশার লালার প্রোটিনের প্রতিক্রিয়ায় শরীরের ইমিউন সিস্টেম কাজ শুরু করে দেয়। সেটাকেই চুলকানি বা জ্বলুনি হিসেবে অনুভব করি আমরা। সূত্র : হাউ ইটস ওয়ার্কস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews