মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩-এর লালগালিচায় পূজা চেরি ছড়ালেন গোলাপি আভা। পরেছিলেন সুইটহার্ট নেকলাইনের পশ্চিমা ধাঁচের একটি পিঠখোলা গাউন। ফ্লোয়ি জর্জেট কাপড়ের ওপরের দিকে সুতা আর পাথরের হালকা নকশা থাকলেও পুরো জমিন ছিল বেশ সাদামাটা। পোশাকটির নকশা করেছেন ‘শানায়া কুটিওর’-এর শানায়া চৌধুরী।