ফরিদপুরে শহরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বী হাসান বাপীর (৩০) বাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আসামির স্বজনদের হামলায় ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কর্ণ কুমার হালদার আহত হন।

তবে পুলিশ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়। রাব্বী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার আসামি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স রোডের বাসায় যায়। তাকে আটক করে নিয়ে আসার সময় পুলিশ সদস্যরা প্রতিরোধের মুখে পড়ে। এ সময় আসামিকে ছিনিয়ে নিতে তার প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারেন। এতে তার চোখে আঘাত লাগে। ওই সময় আসামি রাব্বী কর্ণ কুমারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সামান্ন আহত হন। এসআই ফাহিম ও কর্ণ কুমারকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, রাব্বীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া যে ব্যক্তি (শেখ রুস্তম) এসআই ফাহিমকে ঘুষি মেরেছে তাকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে একটি মামলার প্রস্তুতি চলছে।
সূত্র : ইউএনবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews