জয় দিয়ে এশিয় কাপের মিশন শুরু কর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শনিবার আবর আমিরাতকে তাদের ঘরের মাঠেই পরাস্তা করে বাংলাদশে যুব ক্রিকেট দল। 

এদিন টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ওপেনার আশিকুর রহমান শিবলী। ৪২ রান করেন আরেক ওপেনার জিসান আলম। উদ্বোধনীতে তারা গড়েন ৭৪ রানের জুটি। 

৫০ ওভারে ২২৯ রানরে টার্গেট তাড়া করতে নেমে মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবনের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪৭.৪ ওভারে ১৬৭ রানেই অলআউট হয় আরব আমিরাতের যুব দলটি।

বাংলাদেশ দলের ৬১ রানের জয়ে ৪টি করে উইকেট শিকার করেন পারভেজ ও মাহফুজ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews