গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না, তা অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন জানিয়েছেন দুজন আইনজীবী।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক চেয়ারম্যানের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ এই লিখিত আবেদন জমা দেন। এতে ৩০ দিনের মধ্যে বিষয়টি অনুসন্ধান শুরুর আবেদন জানানো হয়েছে।
২৪ আগস্ট প্রথম আলোতে ‘পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরের দিন সোমবার জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানকে রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসা করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।