ইউক্রেন আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছে। 

শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিএনসিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জর্জি মিখনো এ ঘোষণা দেন।

এদিন রাশিয়া-আফ্রিকা পার্টনারশিপ ফোরামের প্রথম মন্ত্রিসভার সম্মেলনে বক্তব্য রাখার সময় মিখনো বলেন, ‘অপরাধী কিয়েভ সরকার যেভাবে প্রকাশ্যে আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয়’।

মিখনো আরও জানান, রাশিয়া আফ্রিকা মহাদেশসহ অন্যান্য অঞ্চলেও এই ধরণের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। 

এর আগে ইউক্রেনের কর্মকর্তারা মালিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থনের প্রমাণ বলেও দাবি করেন এই রুশ কূটনীতিক।

আর এ কারণে মালি এবং নাইজারের পক্ষ থেকে কিয়েভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে রাশিয়া যুক্তিযুক্ত মনে করছে বলে জানান মিখনো। সূত্র: মেহের নিউজ এজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews