নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো.সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ জেলার বিভিন্ন সরকারী,বেসরকারি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে পঞ্চগড় স্টেডিয়ামে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন হয়।
বিডি প্রতিদিন/এএম