সমালোচনা কখনো কুরুচিপূর্ণ, অপমানকর ও অসভ্য ভাষায় হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান শুধু একজন ব্যক্তি নন বরং একটি প্রতিষ্ঠান। বর্তমান সময়ের সবচেয়ে বলিষ্ঠ নেতৃত্ব ও জনপ্রিয় ব্যক্তিত্ব। বিশ্বের কোটি কোটি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও প্রেরণার বাতিঘর। তার প্রতি অশ্রদ্ধা, অপমানকর বক্তব্য ও তাচ্ছিল্যতা প্রদর্শন এ আন্দোলনের কোটি কোটি নেতাকর্মী ও সাধারণ মানুষদের হৃদয়ে দারুণভাবে আঘাত হানে। 

জামায়াতের এ নেতা আরও বলেন, আমরা মনে করি সমালোচনা কখনো কুরুচিপূর্ণ, অপমানকর ও অসভ্য ভাষায় হওয়া উচিত নয়। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পর্কে এই সীমা আমরা কাউকে অতিক্রম করতে দেব না। আমরা জানি ‘গঠনমূলক সমালোচনাই উন্নতির সিঁড়ি। যারা সমালোচনা করে, তারা আমাদের ভুল খুঁজে দেয়—যা আমাদের আরো ভালো হতে সাহায্য করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews