বই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, অজানা বিষয়কে জানতে সাহায্য করে, টেনশন দূর করে মনকে ভালো করে তুলে, মানুষের সঠিক আর ভুলকে চিন্তে বা বিচার করতে সাহায্য করে। হাসপাতাল এমন একটি জায়গা যেখানে হাজারো মানুষ অসুস্থ অবস্থায় দিন কাটায়, তাদের থাকে হাজারো রকমের কষ্ট। দিনের পর দিন, রাতের পর রাত তাদের বিছানায় কাটাতে হয়। রোগীর পাশাপাশি তাদের সহযোগিতায় যারা থাকেন তাদেরও অধিকাংশ সময় অলস বসে কাটাতে হয়। কারো কারো দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় সুস্থ হওয়ার আশায়। তাদের সবসময় চিন্তা থাকে কেমনে সুস্থ হয়ে বাড়ি যাবে। রোগী এবং সাথে থাকা মানুষদের রোগের যন্ত্রণা, মেডিকেলের পরিস্থিতি, রোগীকে সুস্থ করার টেনশন, চিকিৎসার খরচ যোগানোর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তাদের সময় কাটে। এই অবস্থায় যদি হাসপাতালে রোগী এবং তাদের সাথে থাকা মানুষদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক বই রাখা যায় তাহলে অলসময়ে এসব বই পড়ে একদিকে যেমন তারা দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন, অন্যদিকে বই পড়ার আনন্দের পাশাপাশি জ্ঞান অর্জনেরও সুযোগ পাবেন। আর দুঃশ্চিন্তামুক্ত থাকার ফলে তাদের দ্রুত আরোগ্যলাভের সম্ভাবনাও বেড়ে যাবে। তাই প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালে যাতে বই পড়ার ব্যবস্থা থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সদয় দৃষ্টি প্রত্যাশা করছি।

মোহাম্মদ ছরোয়ার
শিক্ষার্থী, সরকারি আলাওল কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews