দেশের অন্যতম সেরা গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্মরণে গ্র্যান্ড মাস্টার জিয়া মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় স্পোর্টস বাংলার ফিদে মাস্টার সুব্রত বিশ^াস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সুব্রত বিশ^াস নয় খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানার-আপ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন তৃতীয় স্থান লাভ করেন। সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডু চতুর্থ, বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম ও অনত চৌধুরী ষষ্ঠ স্থান লাভ করেন। ৬ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সপ্তম ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম অষ্টম হন। বিশেষ পুরস্কার পান যথাক্রমে সেরা রেটেড খেলোয়াড় শেখ রাশেদলু হাসান, সেরা জুনিয়র নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম এবং সেরা মহিলা মহিলা ক্যান্িডডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনস্থ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম ও শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত বিশ^াস আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিনকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তমকে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডু রিশোন থাপাকে, অনত চৌধুরী তাশরিক সায়হান শানকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম মো. মোহাইমেনুল ইসলামকে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার মো. শরীফ হোসেনকে ও শেখ রাশেদুল হাসান ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে হারান। খেলা শেষে বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো: তৈয়বুর রহমান, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, গ্র্যান্ড মাস্টার জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা ও ইংল্যান্ড প্রবাসী সাবেক খেলোয়াড় গোলাম সাব্বির আলী। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে নগদ ৫ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সুব্রত বিশ^াস দেড় লাখ, রানার-আপ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এক লাখ এবং তৃতীয় স্থান পাওয়া আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন পঁচাত্তর হাজার টাকা অর্থ পুরস্কার পান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews