রাজধানী একটি দেশ, রাজ্য, বা অঞ্চলের কেন্দ্রীয় শহর, যেখান থেকে দেশটির সরকার পরিচালিত হয়। সাধারণত রাজধানী শহরেই সংশ্লিষ্ট সরকারের সকল প্রকার সভা ও অধিবেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এটি সাধারণভাবে সংশ্লিষ্ট দেশের সরকার বা আইন দ্বারা সিদ্ধ থাকে। ক্ষেত্রবিশেষে দেশ বা রাজ্যের আইনসভা বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে। বিশ্বের একেকটি দেশের একটি রাজধানী থাকে। তবে প্রত্যেক দেশের রাজধানীর নাম নির্বাচন একটি বিবেচ্য বিষয়। এক্ষেত্রে রাজধানীর নাম দেশের নাম থেকে বেশির ভাগ ক্ষেত্রেই আলাদা থাকে। তবে এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে দেশের রাজধানী ও দেশের নাম একই।
‘yahoo news’ অবলম্বনে আজকের লেখায় পাঠকদের এমন কয়েকটি দেশ সম্পর্কে জানাব যেসব দেশের রাজধানী ও দেশের নাম একই।
সিঙ্গাপুর
দেশের নাম সিঙ্গাপুর। রাজধানী সিঙ্গাপুর সিটি
মেক্সিকো
দেশের নাম মেক্সিকো। রাজধানী মেক্সিকো সিটি।
সান মারিনো
দেশের নাম সান মারিনো। রাজধানী সান মারিনো
কুয়েত
দেশের নাম কুয়েত। রাজধানী কুয়েত সিটি।
ভ্যাটিকান
দেশের নাম ভ্যাটিকান। রাজধানী ভ্যাটিকান সিটি
গুয়েতেমালা
দেশের নাম গুয়েতেমালা। রাজধানী গুয়েতেমালা সিটি।
পানাম
দেশের নাম পানাম। রাজধানী পানামা সিটি।
মোনাকো
দেশের নাম মোনাকো। রাজধানীর নাম মোনাকো সিটি।
লুক্সেমবুর্গ
দেশের নাম লুক্সেমবুর্গ। রাজধানীও লুক্সেমবুর্গ।
জিবুতি
উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক দেশ হচ্ছে জিবুতি। আফ্রিকার এই দেশটির রাজধানীর নামও জিবুতি।