মেহেরপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

সোমবার (২০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগের জন্য আবেদনপত্র জমা দেন।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর-১ সংসদীয় আসন থেকে এমপি প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে গণসংযোগ করে আসছেন।

২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।  

সম্প্রতি মেহেরপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি 

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ছাত্রলীগের রাজনীতি মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি এবং মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews