আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে, তাহলে এ গণ-অভু্যত্থানকে ষড়যন্ত্র ও দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করবে। এর জন্য অনেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। 

তিনি বলেন, এখনো কেউ টের পাচ্ছেন না। কেউ দল গঠন নিয়ে ব্যস্ত, আবার কেউ ধান্দা নিয়ে ব্যস্ত। ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। অথচ যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নেই। বরং সবাই তাদের রাজনৈতিক স্পেস দিতে চায়। আগামী নির্বাচনে সুযোগ দিতে চায়।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই-আগস্টের গণ-অভু্যত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্টে গণ-অভু্যত্থানে আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিত্সার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বিএনপির বিকল্প যদি শক্তিশালী কোনো রাজনৈতিক দল গড়ে না ওঠে, আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।

তিনি বলেন, দেশকে ভালো রাখতে হলে এই অন্তর্র্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য এ সরকারকে আরও কিছুদিন রাখতে হবে। আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাত্ক্ষণিক কিছু ভূমিকা নেবে। ত্বরিত অ্যাকশন নেবে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।

সরকার এবং জুলাই ফাউন্ডেশনের উদ্দেশে নুর বলেন, ১৫ দিনের মধ্যে নিহতদের নিখুঁত তালিকা এবং আহতদের তালিকা করে; আহতদের মিনিমাম ৫০ লাখ টাকা করে দিতে হবে। নিহতদের ১ কোটি টাকা করে দিতে হবে।

নুরুল হক নুর বলেন, এখন রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থিতিশীল। সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। এ বিভাজন-বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, এ সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে আর পারবে না। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেন। দূরত্ব কমিয়ে আনুন এবং রাষ্ট্র সংস্কারে ঐকমত্য করুন। প্রয়োজনে জাতীয় সরকার করে রাষ্ট্রের সংস্কার করুন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews