যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব ‘বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এতটুকু খুশি নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তাঁরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করছেন না।
বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে ডোনাল্ড লুর সফরের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের একটা অবস্থান ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তারা সে অবস্থান থেকে সরে গেছে কি না।