রাজধানীর বিজয়নগরে আজও শ্রম ভবনের সামনে আন্দোলনরত শ্রমিকদের বাধায় কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবারের (১৯ মে) মতো আজ সকাল ৯টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি’র শ্রমিকরা। এদিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত টিএনজেড গ্রুপের শ্রমিকরা।

আন্দোলনরত স্টাইল ক্রাফটের শ্রমিক নেতা রাজু আহমেদ বলেন, ‘গতকাল সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজও শ্রম কর্মকর্তাদের ভবনে প্রবেশ করতে দিচ্ছি না।’

তিনি জানান, তাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে আরেক পোশাক কারখানা টিএনজেড-এর শ্রমিক নেতা শহীদুল ইসলাম জানান, দুপুর আড়াইটায় টিএনজেড গ্রুপের সব শ্রমিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা।

তিনি বলেন, গত কয়েক মাস ধরেই তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছেন।

রমজানের ঈদের আগের দিন তাদের পাওনা ১৭ কোটির স্থলে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব। কিন্তু দেওয়া হয় ২ কোটি ৬৭ লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায় না করে ঘরে ফিরে যাবেন না। চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে আজকের কর্মসূচি। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews