টেক জায়ান্টটির নতুন আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স বা এজিআই এসএফ ল্যাব থেকে বেরিয়ে আসা প্রথম এআই মডেল হচ্ছে নোভা অ্যাক্ট।

নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মোচন করেছে অ্যামাজন, যা ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজারের নিয়ন্ত্রণ নিতে ও তাদের পক্ষে কাজ সম্পাদন করতে পারবে বলে দাবি কোম্পানিটির।

‘নোভা অ্যাক্ট’ নামে পরিচিত সাধারণ কাজের উদ্দেশ্যে তৈরি এআই এজেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন প্রজন্মের অংশ, যা বিভিন্ন এআই চ্যাটবটকে ডিজিটাল সহকারী হিসাবে কাজের জন্য স্বাধীনভাবে কাজ করার আংশিক সক্ষমতা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এক ব্লগ পোস্টে অ্যামাজন বলেছে, “আমরা এসব এআই এজেন্টকে এমন সিস্টেম বলে মনে করি, যা ব্যবহারকারীর পক্ষে বিভিন্ন ধরনের ডিজিটাল ও ফিজিকাল পরিবেশে কাজ সম্পাদন করতে পারবে।

“নির্ভরযোগ্য এজেন্ট তৈরির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নোভা অ্যাক্ট নামের এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যা ডেভেলপারদের জটিল কাজকে, যেমন– অনুসন্ধান, চেকআউট, ডিভাইসের স্ক্রিন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সহায়তা করতে পারে।”

টেক জায়ান্টটির নতুন আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স বা এজিআই এসএফ ল্যাব থেকে বেরিয়ে আসা প্রথম এআই মডেল হচ্ছে নোভা অ্যাক্ট, যা মানব পর্যায়ের বুদ্ধিমত্তা বিকাশের জন্য তৈরি করেছে অ্যামাজন।

সাবেক ওপেনএআই গবেষকদের নেতৃত্বে প্রতিষ্ঠিত ল্যাবটি দাবি করেছে, অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের মাধ্যমে তৈরি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানির এআই এজেন্টদের ছাড়িয়ে যাবে নোভা অ্যাক্ট।

বর্তমানে কেবল ডেভেলপারদের জন্য অ্যামাজনের এআই মডেলটি পাওয়া যাচ্ছে। মডেলটি বাস্তব বিশ্বের বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করবেন তারা। যেমন– কোনও রেস্তোঁরায় অনলাইন রিজার্ভেশন বা খাবার অর্ডারের মতো কাজ করতে।

কোম্পানিটি বলেছে, একবার ভালভাবে প্রস্তুত হয়ে গেলে এআই টুলটি অ্যামাজনের ভয়েস সরকারী অ্যালেক্সা’র মাধ্যমে চালু করা যেতে পারে। যাতে তাদের লাখ লাখ ব্যবহারকারী এ এআইয়ের কার্যকারিতা পেতে পারেন।

এ মাসের শুরুর দিকে ‘ম্যানাস’ নামের নতুন এক উন্নত এআই এজেন্ট উন্মোচন করেছেন চীনের গবেষকরা, যা সম্পত্তি কেনা থেকে শুরু করে ভিডিও গেইম বিকাশ পর্যন্ত সব ধরনের কাজ স্বাধীনভাবে বিস্তৃত পরিসরে সম্পাদন করতে পারে।

মডেলটিকে ‘এআইয়ের পরবর্তী বিবর্তন’ এবং ‘মানব মেশিন সহযোগিতার পরবর্তী দৃষ্টান্ত’ হিসাবে বর্ণনা করেছেন ম্যানাস এআইয়ের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইচাও জি।

এদিকে, ম্যানাস এআইয়ের সক্ষমতা ‘মন ছুঁয়ে যাওয়া’র মতো বলে বর্ণনা করেছেন এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এর পণ্য প্রধান ভিক্টর মাস্টার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews