বরগুনা পৌর শহরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের বিবি সড়কের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যবসায়ীর নাম জসীম উদ্দিন। তাঁর ‘ল্যাডিস পয়েন্ট’ নামে একটি দোকান আছে ওই সড়কে। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাঁরা দোকানপাট বন্ধ করে দেন।

ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, জসীম উদ্দিন তাঁর শিশুসন্তানকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। পথে তাঁর সন্তানের সঙ্গে এক নারী পথচারীর ধাক্কা লাগলে শিশুটি পড়ে যায়। এ ঘটনা নিয়ে জসীমের সঙ্গে দুই নারীর কথা–কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে বাজারের বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews