পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অতীতে বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে কালো টাকা ও পেশী শক্তির ব্যবহার আমরা দেখে এসেছি, অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে আমরা লেবেল প্লেইং ফিল্ড দেখতে চাই।

সোমবার (৯জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় সারজিস আলম আরো বলেন, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করার মতো ঘটনাগুলি যেন আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখতে হয়। সে ক্ষেত্রে বর্তমান অন্তর্ভুক্তিকালীন সরকারকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে; আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলি যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোন দ্বিমত থাকবেনা।

তিনি আরও জানান, আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি সামগ্রিকভাবে সংগঠনের ভিত্তি রাজধানী থেকে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে। এই মাসের মধ্যেই জেলা- উপজেলা কমিটি দিয়ে আগামী ১৫ তারিখের মধ্যেই দলীয় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবো বলেও আশাবাদ বক্তব্য করেছেন তিনি।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির বোদা, দেবীগঞ্জ, ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সারজিস ও হাসনাত আবদুল্লাহ দেবীগঞ্জের বিজয় চত্বরে এবং বোদা উপজেলার বাসস্ট্যান্ডে ফুটপাতে চায়ের দোকানে বসে নেতাকর্মী ও স্থানীয় মানুষের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় ও ফটোসেশনে অংশ নেন। হাসনাত আব্দুল্লাহ কে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।

পরে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির নেতারা সারজিসের গ্রামের বাড়ি আটোয়ারী উপজেলার বামনকুমার এলাকায় যান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews