জনমানবহীন রাস্তা ফাঁকা। এ সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ তাঁর একটু সামনে দিয়ে বাঘ যেতে দেখলেন। সঙ্গে সঙ্গে হাঁটা থামিয়ে পেছনে সরে এলেন তিনি। দেখলেন, তাঁর সামনে দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে বাঘটি। ভারতের উত্তরাখন্ড রাজ্যের জিম করবেট পার্কের কাছে ঘটেছে এ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে একা এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটি বাঘ রাস্তায় বেরিয়ে এল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পেছন দিকে হাঁটা শুরু করেন। তবে বাঘটি তাঁর সামনে দিয়ে দ্রুত রাস্তা পার হয়ে যায়। ঘটনার আকস্মিতায় ওই ব্যক্তি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।