তামাক খাত থেকে সরকার বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। তামাকজনিত রোগে চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হ্রাস ও অকালমৃত্যুর কারণে দেশের ক্ষতি হচ্ছে তার দ্বিগুণেরও বেশি ৮৭ হাজার কোটি টাকা। এই বাস্তবতা সামনে রেখে তামাক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান ও সদ্য জারি করা সংশোধন অধ্যাদেশের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।