ফরিদপুর পুলিশ লাইন্সের ট্রাফিক ইন্সপেক্টর মো: তুহিন লস্করের ব্যাংক হিসাব এবং স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে অর্জিত প্রায় চার কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক করেছে দুদক।

সোমবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আকবর আলী খানের আদালতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো: ইমরান আকন জানান, তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যাবসা দেখিয়ে তারা এ সম্পদ অর্জন করেছেন। তদন্তে এর সত্যতা জানতে পেরে গত ৭ আগস্ট তুহিন লস্কর ও স্ত্রী কুমকুমের প্রায় চার কোটি টাকার জ্ঞ্যাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করার আবেদন করা হয় আদালতে। এরপর ৪ সেপ্টেম্বর আদালত এ আদেশ দেন।

তিনি বলেন, খুলনার হাউজিং এস্টেটে একটি পাঁচ তলা বাড়ি, ফরিদপুরে বিলাসবহুল দুটি ফ্লাট এবং গোপালগঞ্জ শহরে বেশ কিছু জমি রয়েছে তার নামে।

স্থাবর সম্পদ ক্রোকের বিবরণে দেখা যায়, খুলনার খালিশপুরে গোয়ালপাড়া মৌজায় ১৯ দশমিক ৮৩৫ কাঠা জমি যার মূল্য চার লাখ ২০ হাজার টাকা, ১৪ নম্বর গোয়ালপাড়া মৌজায় ১ দশমিক ৮০৫ কাঠা জমি ও ২ ইউনিটের ৫ তলা বাড়ি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা, ফরিদপুরের হাবেলী গোপালপুর মৌজায় দশমিক ৩৫ শতাংশ জমি যার মূল্য দেড় লাখ টাকা, একই মৌজায় ১২ শ’ বর্গফুট ফ্লাট যার মূল্য ৪০ লাখ টাকা, কমলাপুর মৌজায় ১২ শ’ বর্গফুট ফ্লাট যার মূল্য ৩০ লাখ টাকা, গোপালগঞ্জ সদরের খাটারা মৌজায় ৫ দশমিক ২০ শতাংশ জমির মূল্য ৪০ লাখ টাকা, একই মৌজায় ৭ দশমিক ২০ শতাংশ জমির যার মূল্য নয় লাখ টাকা, গোপালগঞ্জ সদরের ঘোড়ারা মৌজায় পাঁচ দশমিক ২০ শতাংশ জমির মূল্য ছয় লাখ টাকাসহ মোট প্রায় পৌনে তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ।

এছাড়া ব্যাংক হিসাব ক্রোক তালিকায় রয়েছে ফরিদপুর ব্র্যাক ব্যাংকে তুহিন লস্করের ব্যাংক হিসাবে নগদ ২৬ লাখ ৪৮ হাজার টাকা এবং তার স্ত্রী একই ব্যাংকে দুটি আলাদা অ্যাকাউন্টে প্রায় ৮০ লাখ টাকা যা ক্রোক করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর মো: তুহিন লস্কর বলেন, আমি এ বিষয়ে আমি কিছু জানি না। এখন কোনো চিঠি পাইনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews