বাংলাদেশে চিকিৎসাসেবা ও শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞরা। পাশাপাশি রোগীদের আর্থিক খরচ কমিয়ে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
তারা বলছেন, এ লক্ষ্যে মেডিকেল শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে হবে এবং সেবাদান পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। রোগীদের শারীরিক পরিশ্রম করার পাশাপাশি কমদামি ম্যাটফরমিন নামক ট্যাবলেট দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া প্রাথমিক পর্যায়ের আরও অনেক কার্যকর ওষুধ আছে, দামও কম। মেডিসিন বিশেষজ্ঞরা রোগীদের আর্থিক খরচ কমিয়ে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
এসইউজে/এমআরএম