ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান।

এবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও (আইএল টি-টোয়েন্টি) মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস।

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। এবার আইএল টি-টোয়েন্টিতেও ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে খেলবেন কাটারমাস্টার।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মোস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

দেশের বাইরের কোনো লিগে চতুর্থ বারের মতো খেলবেন মোস্তাফিজ। ইতোমধ্যেই লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews