২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। আবার এই অর্থের বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তাঁর ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এ নিয়ে চলছে মামলা। যদিও ট্রাম্প অভিযোগ অস্বীকার করেছেন।

শুনানিতে ডেভিড বলেন, গত শতকের আশির দশকের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি ট্রাম্পের বেশ ভালো একজন বন্ধু হন।

ডেভিড বলেন, তাঁদের বন্ধুত্ব থেকে ‘দুজনই লাভবান’ হতেন। ট্রাম্প তাঁকে বিশেষ কিছু তথ্য জানাতেন। বিশেষ করে নিজের রিয়েলিটি শোর প্রতিযোগীদের নিয়ে। এসব নিয়ে প্রতিবেদন প্রকাশ করত ন্যাশনাল ইনকুইরার। এতে তাঁর ট্যাবলয়েডের কাটতি এবং ট্রাম্পের শোর দর্শক—দুটোই বাড়ত।

প্রেসিডেন্ট পদে ট্রাম্পের লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর ২০১৫ সালের আগস্টে ট্রাম্প ও কোহেনের সঙ্গে দেখা করেন ডেভিড। আদালতে ডেভিড বলেন, সংবাদমাধ্যমে ট্রাম্পের নেতিবাচক খবর ধামাচাপা দেওয়া এবং তাঁর সুনাম বাড়ে—এমন খবর বেশি বেশি প্রচারের বিষয়ে তখন সম্মত হন তিনি। শিগগিরই এ কাজ শুরুর পরিকল্পনা করেন তাঁরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews