সরকার জনস্বার্থে কর পরিদর্শক লোকমান আহমেদকে চাকরি থেকে অবসর দিয়েছে। ২৫ বছরের সরকারি চাকরিজীবন শেষে তাকে এই অবসর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে।

রবিবার (৩ আগস্ট) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, লোকমান আহমেদ কর পরিদর্শক (গ্রেড-১০) হিসেবে কর অঞ্চল-২, ঢাকায় কর্মরত ছিলেন। তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার জনস্বার্থে তাকে অবসর প্রদান প্রয়োজন মনে করায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তিনি বিদ্যমান বিধি অনুযায়ী সব অবসর-সংক্রান্ত সুবিধাদি প্রাপ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, লোকমান আহমেদের অবসরজনিত প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট ১৫টি দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews