আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং ২০১৯-২০ অর্থবছরে ২৫২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বিক্রি করে। তবে গত জুনে শেষ হওয়া ২০২০-২১ অর্থবছরে বিক্রি বেড়ে ২৬৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৭৮ কোটি টাকার, আর জমি ১৮৬ কোটি টাকার। করোনার মধ্যেও গত অর্থবছরে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৩৭ কোটি টাকা, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

ইস্টার্ন হাউজিংয়ের মতো আবাসন খাতের অনেক প্রতিষ্ঠানই করোনাকালেও ভালো ব্যবসা করছে। মূলত মহামারির প্রথম ধাক্কার পর গত বছরের জুলাই-আগস্ট থেকেই ফ্ল্যাটের চাহিদা ও বিক্রি বাড়তে শুরু করে। সেই ধারা এখনো বজায় রয়েছে। চাহিদা বাড়তে থাকায় নতুন নতুন প্রকল্প নিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews