বিশ্বের বিভিন্ন দেশেই ফুটবল খেলোয়াড় ও ক্লাবের ওপর দলবদল নিষেধাজ্ঞা হরহামেশাই দিচ্ছে ফিফা। বাংলাদেশও বিদেশি ফুটবলার ও কোচের পারিশ্রমিক জটিলতায় দলবদলের নিষেধাজ্ঞায় পড়ছে নিয়মিত বিরতিতেই। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে। বসুন্ধরা থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় দলটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন ফিফার কাছে অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ খ-াতে বসুন্ধরা কিংসকে সময় দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু নির্দিষ্ট সময়ে ফিফার ডাকে সারা দেয়নি কিংস। ফলে তাদের ওপর দলবদল নিষেধাজ্ঞা এসেছে। ফিফার ওয়েবসাইটে ২৭ আগস্ট থেকে নিষেধাজ্ঞা শুরুর বিষয়টি রয়েছে। অভিযোগ দাতা খলিলকে এই ব্যাপারে ফিফা কিছু জানায়নি। যদিও নিষেধাজ্ঞার বিষয় নিয়ে যোগযোগ করা হলে গণমাধ্যমে কিছু জানায়নি বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের দলবদল কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। মধ্যবর্তী দলবদল লিগের মাঝামাঝি সময়ে। ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে মিড উইন্ডোতে খেলোয়াড় রদবদল করতে পারবে না বসুন্ধরা কিংস। নিষেধাজ্ঞায় পড়লেও চলমান মৌসুমে খেলতে বাধা নেই কিংসের। এটা প্রত্যাহারে চার-পাঁচ মাস সময়ও রয়েছে তাদের হাতে। ফিফা ওয়েবসাইটে ট্রান্সফার নিষেধাজ্ঞা বিস্তারিত দেখতে গিয়ে কেচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা দেখা গেছে। বাংলাদেশে পাঁচটি নিষেধাজ্ঞার ঘটনা দেখে গেছে। এর মধ্যে তিনটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। চলতি বছর ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিনটি নিষেধাজ্ঞা এসেছে শেখ জামালের ওপর। সবশেষ মৌসুমের জন্য ফুটবলারদের সঙ্গে চুক্তি করলেও চলতি বছরের ৫ আগস্টের পর ফুটবল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় শেখ জামাল। ফুটবল থেকে সরলেও ফিফার নিয়মানুযায়ী নিষেধাজ্ঞা পেয়েছে দলটি। সকার ক্লাব ফেনীর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। সেটা ২০২২ সালের ২ আগস্ট থেকে। সকার ক্লাব ফেনী নামে এখন বাংলাদেশে কোনো ক্লাব নেই। ফুটবলে বাস্তবিক অস্তিত্ব না থাকলেও ফিফার নিষেধাজ্ঞার তালিকায় এখনো বহাল তারা। শেখ জামাল, বসুন্ধরা কিংস উভয় ক্লাবের ক্ষেত্রে ফিফা ওয়েবসাইটে লেখা ‘রেজিস্ট্রেশন নাম্বার অব পিরিয়ড-৩’। এই তিন কি আসন্ন তিন নিবন্ধন উইন্ডোতে ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা ? নাকি অন্য কিছু সেটা অবশ্য পরিষ্কার হওয়া যায়নি। সকার ক্লাব ফেনীর ক্ষেত্রে সেখানে লেখা প্রত্যাহার না হওয়া পর্যন্ত। কোচ ইস্যুতে বিপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বেশ ভোগান্তিতেই পড়েছে। ব্রাজিলিয়ান কোচ সার্জিও সব কিছু চূড়ান্ত করেও আসেনি। পরবর্তীতে আর্জেন্টাইন কোচকে ঠিক করেছে তারা। অন্য দিকে আগের কোচের পারিশ্রমিক নিয়ে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে তাদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews