নিজের দুই অনুপ্রেরণা সম্পর্ক বলতে গিয়ে প্রথমে স্ত্রীর কথাই বলেছেন লিটন, ‘সবার স্ত্রীই সবাইকে সহযোগিতা করে। এই দিক থেকে আমার কমতি কখনোই ছিল না।’ পরে এসেছেন শাহীনের প্রসঙ্গে, ‘শাহীন দলে আমাদের আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে। একজন ব্যাটসম্যানের কোথায় কী ভুল হচ্ছে, সেটা সে বলতে পার।’