মানিকগঞ্জের সিংগাইরে রাহুল ইসলাম খান (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় খালপাড় এলাকার সড়কে কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিল রাহুল। এ সময় পাশ্ববর্তী কামুড়া গ্রামের কয়েকজন অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখানে আসে। পূর্ব শত্রুতার জেরে সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাহুল ও তার বন্ধুদের ওপর হামলা চালানো হয়। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও রাহুলকে ধরে ফেলে কিশোর গ্যাং সদস্যরা।

পরে কিশোর গ্যাং সদস্যরা রাহুলকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews