বাজেট-সহায়তা দেওয়ার ব্যাপারে আলাপ করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট এখন বাংলাদেশ সফর করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী বলেন, এডিবি বাজেট সহায়তা দেবে, ওরা এসেছেই এ জন্য।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিমস) ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খায়েরুজ্জামান মজুমদারের আগে ফাতিমা ইয়াসমিন অর্থসচিব ছিলেন।