ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত ইইউ-এর দূত হোর্হে টোলেডো। শনিবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের ৩০ তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে বেইজিং যেমন করছে, ইউরোপেও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে একইরকম আচরণ করা হবে। কিন্তু আমরা বাণিজ্য যুদ্ধ চাই না। আমরা শুধু স্বচ্ছতা চাই। আমরা চাই সব পক্ষের জন্য সমান সুযোগ।’

ইউরোপীয় চিকিৎসা যন্ত্রাংশের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের বিষয়ে উদ্বেগ বাড়ছে।বাণিজ্য যুদ্ধ এড়াতে চাইলেও গত পাঁচ বছরের আলোচনায় কোনও আশানুরূপ ফল আসেনি বলেও হতাশা প্রকাশ করেন টোলেডো।

তিনি আরও বলেছেন, ‘আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে, গত দুই দশক ধরে চীনে চিকিৎসা যন্ত্রপাতি তৈরি করা ইউরোপীয় কোম্পানিগুলো চীনা প্রতিযোগীদের তুলনায় সরকারি ক্রয়ে বৈষম্যের শিকার হচ্ছে।’

গত এক বছরে ইইউ ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষত, চীনে তৈরি বৈদ্যুতিক যানবাহনের (ইভি) আমদানি নিয়ে একটি তদন্ত শুরুর পর এ উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় চীন ইউরোপের শূকর ও দুগ্ধজাত পণ্য নিয়ে তদন্ত শুরু করে ও ব্র্যান্ডি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

চীনের ইভি আমদানির ওপর নতুন শুল্ক গত সপ্তাহে কার্যকর হয়েছে। এই হার ৪৫.৩% পর্যন্ত হতে পারে।

এছাড়া, এপ্রিলে চীনে চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে একটি তদন্ত শুরু করে ইইউ। বেইজিং তৎক্ষণাৎ এর কড়া সমালোচনা করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews