মানসম্পন্ন কারিগরি শিক্ষা বাংলাদেশের আগামী দিনের রূপান্তরের চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক কমিটির আহ্বায়ক ও সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এ শক্তি শিল্পায়ন, কৃষি ও সেবা খাতের আধুনিকায়ন—সবগুলোর জন্য প্রয়োজন। আজ শনিবার সকালে জাতীয় যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হলে, উচ্চমধ্যম আয়ের দেশ হতে হলে, এসডিজি বাস্তবায়ন করতে হলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মসৃণভাবে বেরোতে হলে শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে মানসম্পন্ন শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর মানসম্পন্ন কারিগরি শিক্ষা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রূপান্তরের অন্যতম চালিকা শক্তি। এ শক্তি শিল্পায়ন, কৃষি ও সেবা খাতের আধুনিকায়ন—সবগুলোর জন্য প্রয়োজন।