ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার ভোর থেকে পুনরায় সামরিক আক্রমণ শুরু করেছে। সম্প্রতি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী গাজার আরো গভীরে সেনা পাঠানোর নির্দেশ দেয়ার পর দেশটির সামরিক বাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় তাদের স্থল অভিযান সম্প্রসারণ করেছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শুক্রবার বলেছেন, ইসরাইলি বাহিনী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্র করবে এবং সকল সামরিক ও বেসামরিক চাপ প্রয়োগ করবে। এর মধ্যে রয়েছে দক্ষিণে গাজার জনসংখ্যা সরিয়ে নেয়া এবং গাজার বাসিন্দাদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছায় অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করা।

স্থানীয় গণমাধ্যম তাকে উদ্ধৃত করে জানিয়েছে, কাটজ সেনাবাহিনীকে গাজার অতিরিক্ত এলাকা দখল, জনগোষ্ঠীকে সরিয়ে নেয়ার এবং ইসরাইলি সম্প্রদায় ও ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষার জন্য গাজার চারপাশে নিরাপত্তা বলয় সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, হামাস যতক্ষণ না পর্যন্ত গাজায় আটক সকল পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয়, ততক্ষণ পর্যন্ত ইসরাইল গাজার ভূমি দখল করবে।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টে কাটজকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘হামাস যত বেশি পণবন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, তত বেশি এলাকা হারাবে এবং এসব এলাকা ইসরাইলের সাথে সংযুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘যদি পণবন্দীদের মুক্তি না দেয়া হয়, তাহলে ইসরাইল স্থায়ী নিয়ন্ত্রণের জন্য গাজার আরো বেশি সংখ্যক অঞ্চল দখল করতে থাকবে।’

ইসরাইলি স্থলবাহিনী গাজার আরো গভীরে প্রবেশের সাথে সাথে তাদের জেট বিমানগুলো সেখানে ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি চিকিৎসকদের মতে, উত্তরে গাজা শহরের তুফাহ অঞ্চলে একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে এবং দক্ষিণে খান ইউনিসের কাছে আবাসনে ট্যাঙ্কের গুলিতে এক মা ও তার মেয়ে নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews