দেখে দেখে নৈতিকতা ও জীবন গঠনের গল্প পড়ে পুরস্কার পেল শিক্ষার্থীরা। সহজ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। 

মঙ্গলবার নগরীর কুমিল্লা সেন্ট্রাল স্কুলে গোমতি এই বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী হন ৭ম শ্রেণীর রাফি রহমান, ৬ষ্ঠ শ্রেণির ইয়াকুব নূর ও ৫ম শ্রেণির সানজিদা আক্তার।



বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার ডা. মুজিবুর রহমান।

সপ্তাহিক গোমতি সংবাদের সম্পাদক মোবারক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টেলিভিশন কুমিল্লার ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল স্কুল পরিচালনা কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ উল্লাহ তালুকদার, ডে শিফটের ইনচার্জ মো. আহসান উল্লাহ, মনিং শিফটের ইনচার্জ হাফেজ মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews