কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের সরকারি অনুষ্ঠানে মেয়াদোত্তীর্ণ নকল বিস্কুট সরবরাহের অভিযোগে কটিয়াদী বাজারের ব্যবসায়ী মেসার্স সমর স্টোরের সত্ত্বাধিকারী শংকর চন্দ্র বর্মনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের আপ্যায়নের জন্য বিস্কুট দেওয়া হয়। বিস্কুট হাতে পেয়ে দেখতে পায় প্যাকেটগুলো মেয়াদোত্তীর্ণ। ছয়মাস পূর্বেই এর মেয়াদ শেষ হয়ে গেছে। তাছাড়া বিস্কুটের প্যাকেটে লেক্সাসের মতই দেখতে একই রকম রেক্সাস লেখা রয়েছে। 

এ নিয়ে শিশু কিশোরগণ কানাঘুষা শুরু করলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে সাথেই মেসার্স সমর স্টোরে অভিযান চালিয়ে এর সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা বলেন, ভোক্তা অধিকার আইনের ৯ এর ৫১ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমর স্টোরকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews