যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে পরপর জয় করার ফলে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। সোমবার আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশ নিশ্চিতভাবে সেমিতে পৌঁছেছে। এখন গ্রুপের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুটো দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে এবং চার পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় শ্রীলঙ্কা বাংলাদেশকে টপকে গ্রুপের শীর্ষে রয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারলে 'বি' গ্রুপের প্রথম স্থানে থাকবে এবং তাদের পরবর্তী সেমিফাইনালে 'এ' গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে খেলতে হবে।
আরও পড়ুন
আরও পড়ুন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছেন মেসি

১৬ ডিসেম্বর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে যে দল জয়ী হবে, তারা 'এ' গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলবে। এই পরিস্থিতিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। যদি বাংলাদেশ গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠে, তবে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত।
যদি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে তাদের সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হবে ১৯ ডিসেম্বর এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।