ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে ৩ জুন। সোমবার বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে বিসিসিআই।

৯ মে স্থগিত হওয়া আইপিএল স্থগিত হয়েছিল এক সপ্তাহের জন্য। নতুন করে সূচনার পর সেটি ৬ ভেন্যুতে মাঠে গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ। 

সব মিলে ১৭টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে একদিনে দুটি ম্যাচ থাকবে দু’দিন। প্লে-অফের ভেন্যু আবার পরে জানানো হবে। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল ৩ জুন। 

১৭ ম্যাচের মধ্য লিগ পর্বের ম্যাচ ১৩টি, চারটি প্লে-অফ। তার মানে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের স্থগিত হয়ে যাওয়া ম্যাচ আবারও মাঠে গড়াবে। জয়পুরে সেটা হবে ২৪ মে। নতুন করে মাঠে গড়ানো আইপিএলের প্রথম ম্যাচে ১৭ মে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। 

বোর্ডের বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির সরকার, নিরাপত্তা সংস্থা ও সকল স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার পরই আইপিএল মাঠে গড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews