রবিবার টিকটকে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২৬ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিষেক হল তার।

সাম্প্রতিক বছরগুলোতে ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মটি নিয়ে মার্কিন সরকার তীব্র সমালোচনা করেছে। এখন বাইডেন টিকটকে যোগ দিলেন দেশটির নির্বাচন সামনে রেখে।

টিকটক চীনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠান। মার্কিন রাজনীতিবিদদের একটি বড় অংশ বেইজিং এটার মাধ্যমে প্রপাগান্ডা চালায় বলে অভিযোগ করেছে। তবে টিকটক কর্তৃটক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। 

বাইডেনের প্রচারণা অ্যাকাউন্টে পোস্ট করা রবিবারের ভিডিওতে, ৮১ বছর বয়সী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট রাজনীতি থেকে এনএফএল চ্যাম্পিয়নশিপ গেম  বিষয়গুলিতে হালকাভাবে স্পর্শ করেন।

সুপার বাউল বা এর বিখ্যাত হাফ-টাইম শোয়ের মধ্যে তার পছন্দ জিজ্ঞাসা করা হয়। তিনি জবাব দেন, খেলাটি বাস্তবে দেখতে পছন্দ করেন।

কানসাস সিটি চিফস তারকা ট্রাভিস কেলসের সঙ্গে ডেটিং করা পপ তারকা টেইলর সুইফট তার খ্যাতিকে বাইডেনকে সমর্থন করার জন্য ব্যবহার করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়। বাইডেন এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews